মধ্যরাতে মহাখালী ফ্লাইওভারে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © টিডিসি সম্পাদিত

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

সোমবার (২৯ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী জহিরুল ইসলাম জানান, গতকাল রাতে মহাখালী ফ্লাইওভারের ওপরে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার ধারণা, কোনো গাড়ির চাপায় পড়ে এই ঘটনা ঘটেছে। পরে মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গতকাল রাতের দিকে মহাখালী এলাকা থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। সিআইডির ক্রাইম সিনকে বিষয়টি অবগত করেছি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ