তাবলিগ-কাওমি সংঘর্ষে ৩ ঘন্টা সড়ক অবরোধ

১০ নভেম্বর ২০১৮, ০৬:৪২ PM
সড়কে অবরোধ করেছে কাওমী শিক্ষার্থীরা

সড়কে অবরোধ করেছে কাওমী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

তাবলিগ জামায়াতের সাথে সংঘর্ষের জের ধরে ব্রাহ্মনবাড়িয়ার প্রধান সড়ক ৩ ঘন্টা অবরোধ করে করেছে কাওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। শনিবার ১০ নভেম্বর সকাল সাড়ে ১১টা থেকে ব্রাহ্মনবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবীরের অপসারণসহ ৫ দফা দাবিতে জেলা শহরের টিএ রোড অবরোধ করে রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্ররা।

তাদের অন্যান্য দাবিগুলো হলো, ব্রাহ্মণবাড়িয়ার সাদপন্থী নেতা মাওলানা আনিছুর রহমানকে গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়া মার্কাজকে সাদ অনুসারী মুক্ত করা, শুক্রবারের হামলার সঙ্গে জড়িতদের বিচার এবং আহতদের ক্ষতিপূরণও দাবি করেন কওমি ছাত্ররা।

এসময় তারা দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান সমেত একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে করে সেসময় যান চলাচল বিঘ্নিত হয়।

উল্লেখ্য, শুক্রবার কওমি মাদ্রাসা ও মাওলানা সাদ সমর্থকদের মধ্যে সংঘর্ষে তাবলিগ কর্মীদের সহায়তার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তা রেজাউল কবীরের বিরুদ্ধে। সেই হামলায় ১০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে রেজাউল কবীর সুপরিকল্পিতভাবে সাদপন্থীদের হামলায়  সহযোগিতা করেছেন। এ কারণে আমরা তার প্রত্যাহার চাই।

পরবর্তীতে কাওমী শিক্ষার্থীরা দুপুর আড়াইটার দিকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অবরোধ প্রত্যাহার করে নেয়।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬