ছাত্রলীগের সমর্থনে পোস্ট, এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৭ আগস্ট ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM

© সংগৃহীত

চাঁদা না দেওয়ায় বরিশালের গৌরনদীর বার্থী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী রাশেদ শিকদারকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার নিহত ব্যক্তির বড় ভাই রাসেল শিকদার বাদী হয়ে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আল আমিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করেন।

এর আগে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহত রাশেদ শিকদার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের কালাম শিকদারের ছেলে।

জানা যায়, বার্থী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাশেদ শিকদার কোটা আন্দোলন শুরু হলে পারিবারিক চাপে গত জুলাই মাসে তাবলিগ জামাতে চলে যান। তাবলিগে থাকা অবস্থায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ও সাবেক শেখ হাসিনার বিভিন্ন ছবি ও লেখা পোস্ট করতেন। এতে ছাত্রদল নেতারা তার ওপর ক্ষিপ্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন (২৬) ও তার সহকর্মীরা। রাশেদ চাঁদা দিতে না চাইলে তাকে হুমকি দিয়ে আসছিলেন তারা।

নিহত রাশেদের মা হাসনু বেগম (৪৫) বলেন, শুক্রবার দুপুরে রাশেদ বাড়িতে আসেন। সন্ধ্যায় কে বা কারা তাকে ফোন দিয়ে বার্থী বাজারে যেতে বলেন। এরপর তিনি বাজারে যান। রাতে জানতে পারেন ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রাশেদের বড় ভাই রাসেল শিকদার অভিযোগ করেন, আমার ভাইয়ের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন, তাঁর ছোট ভাই হামিম তালুকদার, সাইমন তালুকদার (১৯), সোহাগ খানসহ (১৮) তাদের ১০–১৫ জন সহযোগী। রাশেদ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা ক্ষিপ্ত হয়। শুক্রবার ঢাকা থেকে বাড়িতে যায় এবং সন্ধ্যায় সন্ত্রাসীরা ফোন দিয়ে বার্থী বাজারে নিয়ে রাতে তাঁকে পিটিয়ে হত্যা করে।

গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল গোমস্তা বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আল আমিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিপুল সরকার বলেন, রাশেদ শিকদার মাঠে নেমে রাজনীতি করত না। সে (রাশেদ) তার ফেসবুক আইডিতে ছাত্রলীগের সমর্থনে বিভিন্ন সময় পোস্ট দিয়ে আসছে। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমরা গ্রামবাসী রাশেদ হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, দাবি করা এক লাখ টাকা চাঁদা না পেয়ে পিটিয়ে রাশেদ শিকদারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর বড় ভাই রাসেল শিকদার বাদী হয়ে আল আমিনকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬