বিয়ের পরদিন প্রাণ হারালেন তরুণ

১৭ আগস্ট ২০২৪, ১১:২৭ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM
মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে

মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হেতেমদী-সাগরদী আঞ্চলিক সড়কের মহিষাকান্দীতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের একদিন আগেই বিয়ে হয়েছে।

নিহত দুই তরুণ হলেন- আসিফ মাহমুদ (২৮) ও এমরান মিয়া (২৫)। তারা উপজেলার হাফিজপুর গ্রামের বাসিন্দা। আসিফ সদ্য বাবা হয়েছিলেন। আর দুর্ঘটনার আগের দিন বিয়ে করেন এমরান। 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় আসিফ ও এমরান মোটরসাইকেলে সাগরদীতে যাচ্ছিলেন। মহিষাকান্দী এলাকা দিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে আঘাত পান। এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় এমরানকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

আরো পড়ুন: জেলের ছদ্মবেশে থাকা ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলেন জনতা

স্থানীয় চালাকচর ইউপি চেয়ারম্যান মো. ফখরুল মান্নান বলেন, দুই তরুণের এভাবে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আসিফের ১৪ দিন বয়সী মেয়ে রয়েছে। এমরান বৃহস্পতিবার বিয়ে করেছিলেন।

মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর খবর পেয়েছেন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে যে ৭ ঘটনা ঘটতে পারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোকেশনালের সমাপনী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু ১ ফেব্রুয়ার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ লিমিটেড, আবেদন শেষ ৩ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬