পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫ হাজার ৯১৬ শিক্ষার্থীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:৪৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৪, ১২:৪৬ PM
দেশে সাড়ে পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৯১৬ জন শিক্ষার্থীর। এর মধ্যে অন্তত ৫০ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।শনিবার (১৩ জুলাই) প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
সংবাদপত্রের প্রতিবেদন ও নিজস্ব অনুসন্ধানে রোড সেফটি ফাউন্ডেশন গবেষণাটি করেছে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছেন। তাদের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে গত জুন মাস পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনায় ৩৪ হাজার ৪৭৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ শতাংশ শিক্ষার্থী।
নিহতদের মধ্যে ৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থী ২ হাজার ৬৪১ জন। ১৮ থেকে ২৫ বছর বয়সী কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে ২ হাজার ৯৭৮ জন। মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে ২ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী নিহত হয়েছেন, যা মোট নিহত শিক্ষার্থীর প্রায় অর্ধেক।
আরো পড়ুন: বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রের
পথচারী হিসেবে যানবাহনের চাপা বা ধাক্কায় ১ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। যাত্রী হিসেবে নিহত হয়েছেন ৭২১ জন। বাইসাইকেল আরোহী হিসেবে ৪৯৭, অটোরিকশার চাকায় ওড়না বা পোশাক পেঁচিয়ে ৮৪ জন মারা গেছেন।