বেড়াতে গিয়ে দুর্বৃত্তের হামলা, আহত বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীর মৃত্যু

০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
জিসান হাসান দীপ্ত

জিসান হাসান দীপ্ত © সংগৃহীত

টাঙ্গাইলে নানার বাড়ি বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত শিক্ষার্থী রাজধানীর একটি হাসপাতাল মারা গেছেন। নিহতের নাম জিসান হাসান দীপ্ত (১৮)। তিনি এ বছর এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ের ভর্তির চেষ্টা করছিলেন।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৫০ মিনিটে নিউমার্কেট থানাধীন পিলখানা (বিজিবি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডিএমপির নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন মল্লিক বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, নিহত জিসান গত ২৪ জানুয়ারি টাঙ্গাইলের বাশাইল উপজেলার বাসস্ট্যান্ডে সন্ধ্যা ৬টার দিকে দুর্বৃত্তের হামলার শিকার হন। এসময় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

টাঙ্গাইলের সখিপুর উপজেলার চাকদহ গ্রামের জাহাঙ্গীর আলম ও সোহেলী সুলতানার ছেলে জিসান। বর্তমানে রাজধানীর হাজারীবাগ বটতলা হ্যাপিটাইম স্কুল বাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বাশাইল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

গুগল এআইয়ে ভুল স্বাস্থ্য তথ্যে ঝুঁকিতে মানুষের জীবন
  • ০৪ জানুয়ারি ২০২৬
ব্রুকলিনের বন্দিশিবিরে নেওয়া হচ্ছে মাদুরোকে, খোঁজ নেই স্ত্র…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় কুয়াশার সঙ্গে থাকবে বাতাসের দাপট, সূর্যের দেখা কি মিল…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাকা-৭ আসনে জামায়াতের প্রার্থীর পেশা ব্যবসা, আছে ১১৬ কোটি ট…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • ০৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!