স্কুলব্যাগে ছয় কেজি গাঁজা, ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০২:০৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুল ব্যাগে থাকা ৬ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। আটক রিমন মিয়া (২৬) ময়মনসিংহের ফুলপুর থানার সুতিয়াপাড়া এলাকার আ. কুদ্দুছের ছেলে।
এর আগে আখাউড়া পৌরসভার খরমপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে কৌশলে স্কুল ব্যাগে করে ছয় কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।
ওসি আসাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।