চট্টগ্রামে লরির ধাক্কায় ৯ম শ্রেণীর মাদ্রাসাছাত্রী নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসাছাত্রী তানজিনা আক্তার
সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসাছাত্রী তানজিনা আক্তার  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় তানজিনা আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তানজিনা আক্তার ডাকঘর শাহ সূফি মাওলানা নুর আহম্মদ (র.) দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিলেন। সে মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

ওই মাদরাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসা থেকে পাঁচ শ’ গজ দূরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তানজিনা। এ সময় চট্টগ্রামমুখী একটি লরি রাস্তার বাইরে গিয়ে তাকে ধাক্কা দেয়। এরপর আশপাশের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

আরও পড়ুন: পালাতে গিয়ে পাঁচতলা কার্নিশে আটকা পড়া মাদ্রাসাছাত্রকে উদ্ধার

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় একটি দ্রুতগামী লরি ধাক্কা দিলে এক ছাত্রী গুরুতর আহত হয়। এরপর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরিবারে অনুরোধে লাশ তাদের বুঝিয়ে দেয়া হয়েছে। লরি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।


সর্বশেষ সংবাদ