বন্ধুর সঙ্গে কফি খেতে গিয়ে ‘ফ্লাইওভার থেকে পড়ে’ তরুণীর মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৩:৪৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
রাজধানীর রমনা থানার মালিবাগ ফ্লাইওভার থেকে পড়ে সাহিদা ইসলাম মীম (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার বাগিচার টেক এলাকার মৃত শেখ আবু সাঈদের মেয়ে সাহিদা।
তবে নিজ থেকে লাফিয়ে পড়েছেন নাকি কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
জানা গেছে, মৃত্যুর খবর পেয়ে রমনা থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে রাত ৩টার দিকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: মধ্যরাতে বাসার ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তৃত করেন উপ-পরিদর্শক (এসআই) আমেনা খানম। তিনি সুরতহাল উল্লেখ করেন, নিহত তরুণী মৃত্যুর পূর্বে ধর্ষিত হয়েছিল কিনা ও মাদকাসক্ত ছিল কিনা?
পরবর্তীতে মৃতের মা আজিমুন ইসলাম নাজমার বরাত দিয়ে তিনি বলেন, কফি খাওয়ার কথা বলে সাহিদার এক বন্ধু ফোনে তাকে ডেকে নেয়। প্রকৃত ঘটনা কীভাবে ঘটেছে, কেন ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।