সড়কে দাঁড়িয়ে ছাত্রীদের উত্যক্ত করছিল ৫ বখাটে, অতপর...

অভিযুক্ত পাঁচ বখাটে
অভিযুক্ত পাঁচ বখাটে  © সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরের শ্রীপুরে পাঁচ বখাটেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আদর্শ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করায় তাদের পুলিশে দেওয়া হয়েছে। পরে ভুক্তভোগী এক ছাত্রীর বাবা মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে গুরুদাসপুর থানায় মামলা করেছেন।

গুরুদাসপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য দুলাল ফকির এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবাশিষ কবীর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্কুল ছুটি হলে বাড়ি ফিরছিল ছাত্রীরা। এ সময় খুবজীপুর-বানবাড়ীয়া সড়কে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল পাঁচ বখাটে। পরে তাদের আটক করে স্কুলে নিয়ে যান স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম আজাদ। তিনি বলেন, তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ