সাংবাদিক হত্যায় অভিযুক্ত চেয়ারম্যান বাবু সীমান্ত থেকে আটক

১৭ জুন ২০২৩, ১১:২২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু

চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু © ফাইল ছবি

পঞ্চগড়ের সীমান্তবর্তী দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে সাংবাদিক হত্যায় অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার (১৭ জুন) সকালে সীমান্তবর্তী এ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ। তিনি বলেন, ঘটনাটি আমি জানি। সকাল ৭টার দিকে তাকে ধরে নিয়ে গেছে। র‌্যাব, সিভিল টিম ও পুলিশ এসেছিল৷

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাও সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাবকে তার বোনের ঠিকানা দেওয়া হয়েছিল। সেখান থেকে র‌্যাব আটক করেছে তাকে।

এর আগে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইলের যৌথ স্বাক্ষরে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাকে। সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬