ঢাকার চিড়িয়াখানায় শিশুর হাত ছিঁড়ে খেয়ে ফেলল হায়েনা

০৮ জুন ২০২৩, ০৬:৫৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
মিরপুর জাতীয় চিড়িয়াখানা

মিরপুর জাতীয় চিড়িয়াখানা © ফাইল ছবি

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় কামড়ে এক শিশুর হাত ছিঁড়ে খেয়ে নিয়েছে হায়েনা। এ ঘটনা ঘটেছে  বৃহস্পতিবার (৮ জুন) সকালে। জাতীয় চিড়িয়াখানার পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিচালক সংবাদিকদের জানান, বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে বাবা-মায়ের সঙ্গে শিশুটি চিড়িয়াখানায় বেড়াতে আসে। তার বয়স দুই থেকে আড়াই বছর হবে। তার মা-বাবাই নিরাপত্তা বেষ্টনি পার হয়ে শিশুটিকে নিয়ে হায়েনার খাঁচার কাছে চলে যায়।

খাঁচায় নেট দেওয়া থাকলেও শিশুটি নেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। তখনই তার হাত কামড়ে কবজি থেকে বিচ্ছিন্ন করে ফেলে হায়েনা। পশুটি বিচ্ছিন্ন হাতটি খেয়ে ফেলে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মী ভেটেনারি হাসপাতালে নিয়ে আসে শিশুটিকে। দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটির হাতে মেডিসিন দেন চিকিৎসক। এরপর পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সঙ্গে সঙ্গেই অধিদপ্তর থেকে কর্মকর্তারা এসে ঘুরে দেখেছেন।

পরিচালক আরও বলেন, আমাদের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে। এ ঘটনায় মন্ত্রণালয় ও অধিদপ্তর আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। একইসঙ্গে মন্ত্রীও খোঁজ-খবর নিচ্ছেন। এ ঘটনার পর চিড়িয়াখানার নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬