মেঘনা নদীতে তলিয়ে গেল দুই ছাত্র

২৮ অক্টোবর ২০২২, ১১:০৭ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
মেঘনা নদীতে দুই ছাত্র নিখোঁজ

মেঘনা নদীতে দুই ছাত্র নিখোঁজ © ইন্টারনেট

নরসিংদীর চর আফজালে পিকনিকে গিয়ে মেঘনা নদীতে নেমে দুই ছাত্র তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে তারা তলিয়ে যায়।

নদীতে নিখোঁজ মো. গালিব মিয়া (১৫) ও সহিদুল ইসলাম মাফফুজ (১৭) ঘোড়াদিয়া মুহম্মদিয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী। গালিবের বাড়ি পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার দড়িপাড়া গ্রামে। আর মাফফুজের বাড়ি রায়পুরা উপজেলার বড়ইতলায়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, দুই শিক্ষার্থী পানিতে ডুবে যেতে পারে। তাদের দেহ উদ্ধার করা যায়নি। নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস এ নিয়ে কাজ করছে।

আরো পড়ুন: কোচিংয়ে বই রেখে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরল লিটন

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাদ্রাসার বার্ষিক পিকনিকে শিক্ষকসহ ৩২ জন চর আফজালে যায়। বিকেলে ফুটবল খেলা শেষে ৫টার মেঘনা নদীতে গোসল করতে নামে সবাই। পরে ৩০ জন ফিরে এলেও ওই ২ শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশকে বিষয়টি জানানো করিমপুর নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। 

করিমপুর নৌ পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি না থাকায় এবং রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে ডুবুরিদল এলে উদ্ধারকাজ শুরু হবে।

সদর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পাঠিয়েছি। ৩০ জন শিক্ষক-শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে যা থাকছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের প্রতিনিধিদের প্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬