সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

বদরগঞ্জে দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
বদরগঞ্জে দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়  © সংগৃহীত

বিদ্যালয়ের সংস্কারের ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে অর্থ বিভাগীয় মামলা করা হয়েছে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জে দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জাল স্বাক্ষর করে প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলন এবং সেই অর্থ বিদ্যালয় সংস্কার কাজে ব্যয় না করে আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারে ২০২০ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বিদ্যালয় পরিচালনা (ব্যবস্থাপনা) কমিটির তৎকালীন সভাপতি আনোয়ার হোসেনকে না জানিয়ে তার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে বরাদ্দের অর্থ উত্তোলন করেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। শুধু তাই নয়, তিনি বিদ্যালয়ের কোনো কাজ না করেই পুরো অর্থই আত্মসাৎ করেন।

পরে স্কুল কমিটির সভাপতি আনোয়ার হোসেন বদরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি লিখিত অভিযোগের সত্যতা পাওয়ার পর তদন্ত প্রতিবেদন দাখিল করেলে অভিযুক্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের নামে বিভাগীয় মামলা রুজু করা হয়।

আরও পড়ুন: ১৭ বছরে জবিতে সমাবর্তন হয়েছে মাত্র একবার।

এ প্রসঙ্গে বদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ বলেন, আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ওঠা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। সিরাজুল ইসলামকে জেলা অফিস থেকে তলব করা হলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ