বাংলাদেশ-পাকিস্তান অধিনায়ক © সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচের একটিতেও টসভাগ্য সহায় হয়নি লিটন দাসের। এবার পাকিস্তানের মাটিতেও ভাগ্য বদলায়নি টাইগার দলপতির।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
সবশেষ টি-টোয়েন্টি ম্যাচের সেরা একাদশই অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। ওপেনিংয়ে তামিমের সঙ্গে ইমন রয়েছেন। এরপর যথারীতি লিটন, হৃদয়, জাকের, শামীমরা রয়েছেন। পেস আক্রমণে শরিফুল, তানজিম এবং হাসান। স্পিনে শেখ মেহেদি এবং রিশাদ হোসেনের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।