হারের দায় নিজের কাঁধে নিলেন শান্ত

নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত   © সংগৃহীত

নিজেদের সবশেষ ১০ টেস্টে অধরা জয়ের দেখা পায়নি জিম্বাবুয়ে। দুটি ড্রয়ের বিপরীতে ৮টিতেই পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েছে রোডেশিয়ানরা। ঘরের মাঠে আফগানিস্তান আর আয়ারল্যান্ডের কাছেও পরাস্ত হয় তারা। এবার সেই দলের সঙ্গেই কি না, হারল বাংলাদেশ। সহজ করে বললে, শেষদিকে জয়ের সম্ভাবনা জাগিয়ে জয়ের বন্দরে নোঙ্গর করা হয়নি টাইগারদের। এমন বাজে পরাজয়ের দায়ভার একাই নিজের কাঁধে নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচটি আমি একাই হারিয়েছি। তাই, একাই হারের দায়ভার নিচ্ছি।’

সিলেট টেস্টের চতুর্থ দিনে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগের দিনের ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে গুটিয়ে যায়। ১৭৪ রানের লক্ষ্য পেয়েছিল জিম্বাবুয়ে। ৭ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা।

এদিকে আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এর আগে, অধিনায়ক হিসেবে দলকে কীভাবে প্রেরণা দেবেন, এ সম্পর্কে শান্ত বলেন, 'দেখুন, পেশাদার ক্রিকেটার হিসেবে অবশ্যই অনুপ্রাণিত হতে হবে। তবে অনুপ্রেরণা দিয়ে খুব একটা কিছু হয় না আসলে। যে যে জায়গায় ভুল করেছে, সে সেই ভুলটা যেন না করে, সেটা নিয়ে কাজ করতে হবে। আজকের ম্যাচ নিয়ে যদি ব্যক্তিগতভাবে আমাকে কিছু জিজ্ঞেস করেন একজন অধিনায়ক হিসেবে, তাহলে পুরো ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি। সত্যি কথা। কারণ, সকালের ওই আউটটাতেই (সবকিছু) নষ্ট হয়ে গেছে।'

নিজের উইকেট আত্মহুতি প্রসঙ্গে শান্তর মন্তব্য, 'তখন যদি একটা ৫০-৬০ রানের জুটি হতো, তাহলে ২২০ (রানের লিড হতে পারত)। ২২০ রানের বেশি লিড হলে আমরা হয়তো ভালো অবস্থানে থাকতাম, সকালে ব্যাটিংয়ের আগে একটা আলাপচারিতাতেও কিন্তু আমি এটা বলেছি। এই পুরো ম্যাচে সবার দিকে আসলে (অভিযোগ) নিয়ে যেতে চাই না। পুরো দায়ভার আমি নিতে চাই। কারণ, খুব বাজে সময়ে আমি আউট হয়েছি।'

উল্লেখ্য, বাংলাদেশকে হারিয়ে ৪ বছর পর কোনো টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে জিম্বাবুয়ে। সবশেষ ২০২১ সালের মার্চে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল তারা। এই জয়ে ইতিহাসও গড়েছে তারা। এটাই তাদের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। টেস্ট ক্রিকেটে ১৯৯৮ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে ১৬২ রানের লক্ষ্যে ৭ উইকেটে জিতেছিল আফ্রিকান দেশটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence