সিলেট টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪১ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১০ PM
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে রোববার (২০ এপ্রিল) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ঘরের মাঠে রোডেশিয়ানদের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করার লক্ষ্য টাইগারদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি।
এদিকে সদ্য ৫০ ওভার ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ব্যস্ত সময় পার করেছেন টেস্ট ক্রিকেটাররা। তবে ওয়ানডে থেকে হঠাৎ করেই টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়দের সমস্যা হবে না বলে মনে করছেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অন্যদিকে প্রায় ৪ মাস বিরতির পর দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ফিরলেও রেকর্ড বিবেচনায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশই ফেভারিট। টেস্ট ফরম্যাটে মোট ১৮ বার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে বাংলাদেশ ৮টিতে জিতেছে এবং ৭টিতে হেরেছে। বাকি তিনটি টেস্ট সমতায় শেষ হয়েছে।
২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালের পর ষষ্ঠবারের মতো বাংলাদেশে সফর করছে জিম্বাবুয়ে। এ পর্যন্ত বাংলাদেশের মাটিতে ১০ টেস্ট খেলে মাত্র দুটিতে জিতেছে সফরকারীরা। ২০২০ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছে জিম্বাবুয়ে। মিরপুরে ওই টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
এদিকে সিলেট টেস্টে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ আদর্শ কম্বিনেশন খুঁজে পাওয়া। কেননা, স্কোয়াডে মুশফিকসহ চারজন উইকেটরক্ষক রয়েছেন। তবে মাহিদুল ইসলাম অঙ্কনের কাঁধেই এই দায়িত্ব পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর রোডেশিয়ানদের বিপক্ষে মুশির রেকর্ড-ও খারাপ না। এ ছাড়া আরেক উইকেটকিপার জাকের আলী অনিকও একাদশে একাদশে জায়গা পাবার দাবিদার। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে টপ-অর্ডারের ব্যর্থতায় ব্যতিক্রম ছিলেন জাকের।
বাংলাদেশ সফরে পূর্ণশক্তির স্কোয়াড নিয়ে এসেছে জিম্বাবুয়ে। মুজারাবানি, এনগারাভা, নুয়াচিদের নিয়ে গড়া দলটির পেস ইউনিট বেশ সমৃদ্ধ। ব্যাটিং অর্ডারে ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল ও বেন কারানের পাশাপাশি অধিনায়ক শন উইলিয়ামসও চোট কাটিয়ে ফিরেছেন।
তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই দীর্ঘদেহী এক্সপ্রেস পেসার নাহিদ রানা ও ব্লেসিং মুজারাবানি। তাদের কথার লড়াই-ও বেশ জমে উঠেছে। আর সিলেটের উইকেট ও কন্ডিশন পেস সহায়ক হবারই সম্ভাবনা। এক্ষেত্রে দুই পেসারই এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, খালেদ আহমেদ/তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: বেন কারান, নিক ওয়েলচ, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, শন উইলিয়াস, ওয়েসলে মাধেভেরে, জোনাথান ক্যাম্পবেল, তাফাদজওয়া সিগা, ওয়েলিংটন মাসাকাজদা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ট্রেভর গোয়ান্ডূ/ভিক্টর নুয়াচি