ওয়াসিম আকরামের রেকর্ড কি ভেঙে দেবেন তাইজুল

১৯ এপ্রিল ২০২৫, ০৩:২৮ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৩ PM
তাইজুল ইসলাম

তাইজুল ইসলাম © ফাইল ফটো

জিম্বাবুয়ে আর সিলেট দুটোই যেন প্রিয় তাইজুল ইসলামের। টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ৪১টি করে উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। কাল থেকে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে অভিজ্ঞ তাইজুলকেও দেখা যেতে পারে একাদশে।

মাঠে নামলে দারুণ এক রেকর্ডের হাতছানি তাইজুলের সামনে। ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এই অভিজ্ঞ স্পিনারের সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আগে নিজের করে নিয়েছেন তিনি। দলটির সঙ্গে ৬ টেস্টে ১২ ইনিংসে তাইজুল নিয়েছেন ৪১ উইকেট।

সব দল মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট শিকারির তালিকায় পাঁচ নম্বরে তাইজুল। তবে চলতি সিরিজে তালিকায় নিজের নামটা আরও কয়েক ধাপ ওপরে তোলার সুযোগ তাঁর সামনে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম জিম্বাবুয়ের বিপক্ষে শিকার করেছেন ১০ টেস্টে ১৮ ইনিংসে ৪৭ উইকেট। তালিকায় তিনি আছেন চার নম্বরে। চলতি সিরিজ বা সিলেট টেস্টে ৭ উইকেট নিতে পারলে ওয়াসিমকে ছাড়িয়ে যাবেন তাইজুল।

১৫ টেস্টে ২৬ ইনিংসে সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাসের শিকার ৪৮ উইকেট। তিনে আছেন তিনি। ৯ উইকেট নিতে পারলে তাইজুল এ পেসারকে ছাড়িয়ে তিন নম্বরে জায়গা করতে পারবেন। ১৪ টেস্টে ২৬ ইনিংসে ৮৭ উইকেট নিয়ে শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। দুইয়ে থাকা ওয়াকার ইউনিস ১১ টেস্টে ২০ ইনিংসে ৬২ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে।

সিলেটে এ পর্যন্ত ৩ টেস্ট খেলে বল হাতে তাইজুলের শিকার ২৪ উইকেট। দুই টেস্টেই নিয়েছেন ১০ ও ১১ উইকেট। ২০১৮ সালে জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে হেরেছিল বাংলাদেশ। হারলেও সেই টেস্টে প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেও সিলেট টেস্টে ৬ ও ৪—দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন। ৬ ইনিংসে তিনবার ৫ উইকেট। নিশ্চয় সেই ছন্দ ধরে রেখে ওয়াসিমকে ছাড়িয়ে যেতে চাইবেন তাইজুল।

ট্যাগ: ক্রিকেট
রুয়েটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের পক্ষে প্রচারণার প্রার্থী ড…
  • ২৪ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন
  • ২৪ জানুয়ারি ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ বছরে পদার্পণ: বছর…
  • ২৪ জানুয়ারি ২০২৬