স্বপ্ন রুরাল ফাউন্ডেশনের সভাপতি তানভির, সম্পাদক হাবিবুল
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ PM
গ্রামীণ পরিবেশ ও মানুষের জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে স্বপ্ন রুরাল ফাউন্ডেশন। আজ (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ঢাকা কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানভীর আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. হাবিবুল কবির। কমিটি ঘোষণা করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. হাবিবুল কবির।
কমিটিতে আরও আছেন সহসভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মারুফ হোসেন মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক সরকারি তিতুমীর কলেজের মো. আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিশাত তাসনীম মুন, সহসাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনিয়া পারভীন শিক্ষার্থী, কোষাধ্যক্ষ ঢাকা কলেজের মো. মুজাহিদ হোসেন, দপ্তর সম্পাদক ঢাকা কলেজের মো. রবিউল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ঢাকা কলেজের ইলিয়াস কাঞ্চন, সমাজকল্যাণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মায়শা আক্তার, গবেষণা ও পরিকল্পনা সম্পাদক সম্পাদক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আজহারুল কবির, শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা কলেজের রানা আহমেদ।
নারী ও শিশু শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনিকা আফরোজ, কৃষি বিষয়ক সম্পাদক ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেহেরাব হোসেন বাপ্পি, স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক রাজশাহী মেডিকেল কলেজের পূরবী রায় প্রতিমা, উপ-স্বাস্থ্য ও স্যানিটেশন সম্পাদক যশোর নার্সিং কলেজের নাজমুল হুসাইন, নারী উন্নয়ন সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাবেয়া হক বিথি, ক্রীড়া সম্পাদক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বন্যা চৌধুরী, যুব উন্নয়ন সম্পাদক সাতক্ষীরা সরকারি কলেজের মো. তরিকুল ইসলাম। তথ্য ও প্রযুক্তি সম্পাদক সরকারি মাইকেল মধুসূদন কলেজের আব্দুল হান্নান, আইন ও প্রশাসন সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস পিউ।
ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সাতক্ষীরা সরকারি কলেজের মো. আরিফুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক হাঙ্গেরির উইকারলি বিজনেস ইউনিভার্সিটির সাদী আল রিফাত, সাংস্কৃতিক সম্পাদক ঢাকা কমার্স কলেজের সানোয়ার হোসেন শামীম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খুলনা বিএল কলেজের রাইহান হোসেন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুরাইয়া পারভীন (সততা), ধর্ম বিষয়ক সম্পাদক খুলনা বিএল কলেজের তানভীর হোসেন, প্রচার সম্পাদক শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের মাসতাহুল আরেফিন ত্বহা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাতক্ষীরা সরকারি কলেজের আশরাফুল ইসলাম।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হাবিবুল কবির বলেন, ফাউন্ডেশনটির যাত্রা শুরু হয় ২০২২ সালে। গ্রামের সাধারণ মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে গঠিত হয় সংগঠনটি। কৃষক, নারী, শিশু ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়ে সংগঠনটি ইতোমধ্যে বিভিন্ন এলাকায় শিক্ষা-সহায়তা, বৃক্ষরোপণ, ব্লাড ব্যাঙ্ক, কৃষি-উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষা এবং সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া শিশু নির্যাতন, মাদকবিরোধী সচেতনতা, মানবপাচার প্রতিরোধসহ সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুতেও ধারাবাহিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, নবঘোষিত কমিটির নেতৃত্বে যুক্ত হয়েছেন বাংলাদেশের সনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ,পাবলিক কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তরুণ-তরুণী, শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক সংগঠক ও নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্ন রুরাল ফাউন্ডেশন আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
ফাউন্ডেশনের সভাপতি মো. তানভীর আলম বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সারাদেশে বিশেষ করে সীমান্তবর্তী এবং প্রত্যন্ত অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। আমাদের লক্ষ্য একটি স্বাবলম্বী, শিক্ষিত এবং মানবিক গ্রামীণ সমাজ গঠন। আমরা বিশ্বাস করি—সমষ্টিগত শক্তি পরিবেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে উন্নয়নকে এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, স্বপ্ন রুরাল ফাউন্ডেশন খুব শিগগিরই জেলায় জেলায় নারী-স্বনির্ভর প্রকল্প, গ্রামীণ বাজারে সাশ্রয়ী মূল্য নিশ্চিতকরণ উদ্যোগ, শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা এবং কৃষকদের জন্য আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করবে।