ফেলের জন্য শিক্ষার্থীকে নয়, অস্বাভাবিক পরিস্থিতে দায়ী করলেন প্রধানমন্ত্রী

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৯ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর অকৃতকার্যদেরকেও জানিয়েছেন সান্তনা। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান। 

সেখানে তিনি বলেন, ‘যারা কৃতকার্য হয়েছে তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। যারা হতে পারেনি, আমি মনে করি যে একটা অস্বাভাবিক পরিবেশের মধ্যে পরীক্ষা হয়েছে। কাজেই এখানে শিক্ষার্থীদের কোনো দোষ নেই। 

‘সে ক্ষেত্রে অভিভাবকদের বলব, এদের জন্য আপনারা সুযোগ করে দেবেন, তাদের আদর দিয়ে, ভালোবাসা দিয়ে। অকৃতকার্য হওয়া তাদের অপরাধ না। বিশ্বব্যাপী এ সমস্যাটা হচ্ছে।’

করোনাভাইরাসের মধ্যেও শিক্ষা কার্যক্রম চালু রেখে সীমিত পরিসরে হলেও পরীক্ষা নেয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তার ফলে আজকে রেজাল্ট আমরা দিতে পারছি। ৪৪ দিনের মধ্যে আপনারাই রেজাল্ট দিতে পারলেন। বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, এ কারণে আপনারা নির্ধারিত সময়ের মধ্যে রেজাল্টটা দিতে পেরেছেন।’

এবার ২ হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান, ৬ লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক এবং ২ লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগের। এছাড়া এক লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা ও এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের।

৮ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে ওসি-এসআইকে কান ধরে উঠবস করালেন জনতা
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা, না মানলে মনোনয়ন বাতিল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জবিতে বৃত্তির দাবিতে ভবনে তালা, রাতভর অবরুদ্ধ ভিসিসহ ৩০ কর্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ১৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলার রায় আজ
  • ২৬ জানুয়ারি ২০২৬