এইচএসসি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

০৮ অক্টোবর ২০২০, ০৪:৩৬ PM
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট © ফাইল ফটো

উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অপরিণামদর্শী বলে উল্লেখ করে সামগ্রিক বিষয় বিবেচনায় এইচএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

নেতৃবৃন্দ বলেন, এইচএসসি পরীক্ষা আমাদের দেশের শিক্ষা কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার ফলাফলের ওপরই মূলত উচ্চ শিক্ষায় ভর্তি নির্ভর করে। ফলে এইচএসসি পর্যায়ে ছাত্রদের পড়াশোনার মূল্যায়ন অন্য যেকোনো পাবলিক পরীক্ষার চেয়ে জরুরি।

তারা বলেন, যে দুটি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির ফলাফল তৈরির কথা বলা হচ্ছে ওই দুটি পরীক্ষার সিলেবাসের সাথে এইচএসসির সিলেবাসের অনেক পার্থক্য রয়েছে। আবার অনেকে এক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না করলেও পরবর্তীতে ভালো ফলাফল করার সম্ভাবনা থাকে। ফলে এভাবে মূল্যায়নের মাধ্যমে বৈষম্য তৈরি হবে। শিক্ষা হয়ে পড়বে আরও সার্টিফিকেট নির্ভর।

নেতৃবৃন্দ বলেন, সরকার করোনার অজুহাতে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকার অফিস-আদালত, হাট-বাজার সমস্ত জায়গা উন্মুক্ত করে মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। অপরদিকে তারা ছাত্র আন্দোলনের ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। কিন্তু এ পরিস্থিতিতেও যথাযথ পরিকল্পনা করে এইচএসসির মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়া সম্ভব ছিল।

ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬