সেনবাগে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার © সংগৃহীত
নোয়াখালীর সেনবাগ উপজেলার হিরাপুর ইউনিয়ন থেকে নুসরাত জাহান মিম (২০) নামে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।
মিম উপজেলার হিরাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়ির প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে।
সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, শুক্রবার রাত ৯টার দিকে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে মিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সেনবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।