বের হলেন ছাত্র হিসেবে, ফিরলেন অধ্যক্ষ হয়ে

অধ্যাপক মো. শামীম হোসেন
অধ্যাপক মো. শামীম হোসেন  © টিডিসি ফটো

এক সময় যিনি এই কলেজের ছাত্র ছিলেন, আজ তিনি ফিরলেন অধ্যক্ষ হয়ে। ঠাকুরগাঁও সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. শামীম হোসেন। মঙ্গলবার (৬ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বেগম রোকেয়া সরকারি কলেজ, রংপুর থেকে বদলি হয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজে যোগ দিলেন তিনি। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। যোগদানের সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক মো. জুলফিকার আলীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা। তাঁরা ফুলেল শুভেচ্ছায় নতুন অধ্যক্ষকে বরণ করে নেন।

কলেজ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল থেকে ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আশরাফুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। আজ তিনি অধ্যাপক শামীম হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক শামীম হোসেন কলেজ ক্যাম্পাসের প্যারাডাইস স্কয়ার, শহীদ মিনার, ছাত্রাবাস ও ছাত্রীবাসসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। সেখানে দাঁড়িয়ে আবেগভরে বলেন, এই কলেজেই আমি পড়ালেখা করেছি ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত। তারপর বিশ্ববিদ্যালয় শেষ করে দীর্ঘ সাড়ে ২৬ বছর এই কলেজেই শিক্ষকতা করেছি। মাঝখানে সাড়ে চার বছর রংপুরে ছিলাম। আজ আবার ফিরে এলাম অধ্যক্ষ হয়ে। আল্লাহ আমাকে কবুল করেছেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।

তিনি বলেন, দায়িত্বকাল মাত্র ছয় মাস। আমি যেন নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি, কলেজকে এগিয়ে নিতে পারি—এই কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।

অধ্যাপক শামীম হোসেন তাঁর কর্মজীবনের প্রায় তিন দশক কাটিয়েছেন ঠাকুরগাঁও সরকারি কলেজে। শুধু শিক্ষক হিসেবেই নয়, তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন। সেই ছাত্রজীবনের গৌরব আর শিক্ষকজীবনের অভিজ্ঞতা নিয়ে এবার তিনি এসেছেন প্রতিষ্ঠানটির সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে। কলেজের অনেকেই বলছেন, অধ্যাপক শামীম হোসেনের ফিরে আসা যেন পুরোনো একজন আপনজনের ঘরে ফেরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence