ইসলামপুর সরকারি কলেজে ছাত্রলীগ নেতার স্থলে রোভার লিডার নিয়োগ

  © টিডিসি ফটো

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইসলামপুর উপজেলার সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমনের স্থলে ইসলামপুর সরকারি কলেজের রোভার স্কাউট ইউনিটে নতুন সিনিয়র রোভার মেট হিসেবে মাহমুদুল হাসান মাহিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

২০১২ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সরকারি ইসলামপুর কলেজে রোভার লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন ছাত্রলীগের এই নেতা। ৫ আগস্টের পর থেকে তিনি পালাতক আছেন।

বুধবার (৭ মে) কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আহাম্মদ আলীর ও রোভার শিক্ষক সোলাইমান হকের যৌথ্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন রোভার নিয়োগের বিষয়ে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ স্কাউটসের নীতিমালা অনুযায়ী রোভার স্কাউট ইউনিট পরিচালনার স্বচ্ছতা ও কার্যক্রমের গতিশীলতা রক্ষার জন্য ২০২৫ সালের ৭ মে থেকে এ নিয়োগ কার্যকর হবে।

মাহমুদুল হাসান মাহিন ইসলামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। তার রেজিস্ট্রেশন নম্বর BQ5344 এবং তিনি ব্যাসিক লিডারশিপ কোর্স (BLC) সম্পন্ন করেছেন।

কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট কমিটির সভাপতি অধ্যাপক (ভারপ্রাপ্ত) মো. আহাম্মদ আলী বলেন, রোভার স্কাউট ইউনিটের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে আমরা নতুন নেতৃত্ব নির্বাচন করেছি। মাহিনের নেতৃত্বে ইউনিট আরও সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।

শরীরচর্চা শিক্ষক ও রোভার স্কাউট লিডার সোলায়মান হক বলেন, মাহিন একজন পরিশ্রমী ও নিষ্ঠাবান শিক্ষার্থী। তার নেতৃত্বে রোভার স্কাউট ইউনিট নতুন উচ্চতায় পৌঁছাবে।

নবনিযুক্ত সিনিয়র রোভার মেট মাহমুদুল হাসান মাহিন বলেন, এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। রোভার স্কাউটের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে আমি ইউনিটের উন্নয়নে কাজ করবো।

উল্লেখ্য, নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন শরীরচর্চা শিক্ষক ও রোভার স্কাউট লিডার সোলায়মান হক এবং কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট সভাপতি অধ্যাপক (ভারপ্রাপ্ত) মো. আহাম্মদ আলী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence