বন্ধুর প্রেমে সহায়তার অভিযোগে এসএসসি পরীক্ষার্থীকে পিটুনি, পরে মৃত্যু

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
মো. আতিক হোসেন (১৭)

মো. আতিক হোসেন (১৭) © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সহপাঠী বন্ধুর প্রেমে সহযোগিতা করার অভিযোগে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার এক দিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. আতিক হোসেন (১৭) নামের ওই কিশোর মারা যায়।

চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া আদর্শ গ্রামে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে ওই কিশোরকে পিটুনি দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে উত্তেজনা তৈরি হয়। অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। নিহত আতিক সোনাকাটিয়া আদর্শ গ্রামের আবদুল মান্নানের ছেলে। স্থানীয় চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আতিকের সহপাঠী স্থানীয় সোনাকাটিয়ার এক কিশোরের সঙ্গে এলাকার সৌদিপ্রবাসী এক ব্যক্তির মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে গত বছরের ১৩ অক্টোবর তারা পালিয়ে বিয়ে করে। এরপর ওই কিশোরসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করে মেয়েটির পরিবার। তবে মামলায় আতিককে আসামি করা হয়নি। এর কয়েক দিন পর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেয়। এ ঘটনায় দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষোভ বিরাজ করছিল। আতিককে আসামি না করলেও ঘটনার শুরু থেকেই মেয়েটির পরিবারের সন্দেহ ছিল, মেয়েকে পালাতে সহায়তা করেছে সে।

এ ঘটনার জেরে সোমবার রাতে মেয়েটির বাবার নেতৃত্বে পাঁচ থেকে ছয়জন আতিককে সোনাকাটিয়া এলাকায় পিটিয়ে গুরুতর জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক দ্রুত তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নিতে বলেন। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ শয্যা না পেয়ে স্বজনেরা আতিককে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়।

আতিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে মেয়েটির বাড়িতে হামলার চেষ্টা চালান। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আতিকের বাবা আবদুল মান্নান বলেন, ‘আমাদের গ্রামের একটি প্রেমের ঘটনাকে কেন্দ্র করে মেয়েটির বাবার নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ছেলেকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করেছে। আমার ছেলের এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। আমার ছেলে তো তার মেয়ের সঙ্গে প্রেম করেনি। তার মেয়ে যে ছেলের সঙ্গে পালিয়েছে, সেই ছেলের বন্ধু হওয়ায় আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি খুনিদের বিচার চাই।’

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম এখন ‘নারী ও শিশু মন্ত্রণ…
  • ২০ জানুয়ারি ২০২৬
শিক্ষার লক্ষ্য শুধু বই আর পরীক্ষা নয়, মেধার বহুমাত্রিক গুণা…
  • ২০ জানুয়ারি ২০২৬
পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সময় জানালেন অর্থ উপদেষ্টা
  • ২০ জানুয়ারি ২০২৬
মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ, ক্লাস বন্ধ ও সংবর্ধনা নিয়ে …
  • ২০ জানুয়ারি ২০২৬
২ বছরের আগে কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না, ডিএনসিসির ন…
  • ২০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদালতে ক্ষমা চাইলেন বিএন…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9