পাসের হারে মেয়েদের থেকে পিছিয়ে ছেলেরা, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৩, ১১:৫৬ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৩ দশমিক ৮১ শতাংশ বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জিপিএ-৫-এও মেয়েরা এগিয়ে বলে জানান তিনি। তিনি বলেন, প্রতিবারই দেখি মেয়েদের পাসের হার বেড়ে যাচ্ছে। ছেলেরা মেয়েদের কেনো পিছিয়ে থাকলো সেটাই খুঁজে বের করতে হবে।

রবিবার (২৬ নভেম্বর) বেলা সকাল সাড়ে ১০টা ৫০ মিনিটে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী এই ফলাফল প্রকাশ করেন। গণভবনে ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘একটু না বললেই নয়, দেখা যাচ্ছে ছাত্রীদের পাসের হার বেশি।’

এ সময় হাসিমুখে প্রধানমন্ত্রী বলেন, ‘এরজন্য ধন্যবাদ। কারণ সবসময় আমাদের শুনতে হয়, জেন্ডার ইকুয়ালিটি...। এখন তো দেখি উল্টো ছেলেরা কেন পিছিয়ে থাকল, সেটাই খুঁজে বের করতে হবে। প্রতিবার দেখছি, মেয়েদের পাসের হার বেড়ে যাচ্ছে।’

একসময় মেয়েদের পড়াশোনাই করতে দেওয়া হতো না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দেশে এখনো মেয়েদের পড়াশোনা করতে দেয় না। আমাদের দেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে, এজন্য তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, একটা কথা না বললেই নয়। ছাত্রীদের পাসের হার যেনো বেশি, এটার জন্য ধন্যবাদ। কারণ সবসময় আমাদের শুনতে হয় জেন্ডার ইকুয়ালিটি। এখন দেখি উল্টো দিকে। ছেলেরা কেনো পিছিয়ে থাকলো সেটাই খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, একসময় তো মেয়েদের পড়াশুনাই করতে দিতো না। অনেক দেশে এখনো মেয়েদের পড়াশুনা করতে দেয় না। আমাদের দেশে মেয়েরা যে এগিয়ে যাচ্ছে সে জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর ছেলেদের বলছি তোমরা যেনো পিছিয়ে না থাকো এবং সমানতালে চলো।

এ সময় ছেলেদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলেদের বলব—পিছিয়ে থেকো না। তোমরাও পড়াশোনা করো, সমানতালে চলো... সেটাই আমরা চাই।’ এ সময় সবাইকে অভিনন্দন জানিয়ে ফলাফল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নেবে ল্যাবএইড ক্যান্সার হাস…
  • ২৫ জানুয়ারি ২০২৬
সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের
  • ২৫ জানুয়ারি ২০২৬
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আমাদের: তারেক …
  • ২৫ জানুয়ারি ২০২৬
স্লোগান দিয়ে জনতাকে উসকে দেওয়া রাজিব গ্রেপ্তার
  • ২৫ জানুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার নেবে এসিআই মটরস, পদ ১৫, বয়স ২৪ …
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তার…
  • ২৫ জানুয়ারি ২০২৬