ধাক্কা দেওয়া প্রাইভেট কার © সংগৃহীত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় এন্তাজুল হক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, বাহাগিলী ইউনিয়নের পাগলাটারি গ্রামের তাহেরের সঙ্গে এন্তাজুল হকের মেয়ের প্রায় দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে তাহেরের স্ত্রী বাবার বাড়িতে চলে আসেন।
শুক্রবার দুপুরে স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে যান তাহের। সে সময় এন্তাজুল হক ও তার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে যেতে বাধা দেন। একপর্যায়ে তাহের জোর করে স্ত্রীকে প্রাইভেট কারে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় এন্তাজুল হক গাড়ির দরজা ধরে রাখলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।