বাংলাদেশ আর কখনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথানত করবে না: মঞ্জু

২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ PM
ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শোক ও সংহতি সমাবেশে বক্তব্য দিচ্ছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শোক ও সংহতি সমাবেশে বক্তব্য দিচ্ছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু © টিডিসি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে দলীয় প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘বাংলাদেশ আর কখনো আধিপত্যবাদী ও সন্ত্রাসবাদী শক্তির কাছে মাথানত করবে না। তোমাদের কত বুলেট আছে, কত শেখ হাসিনা আছে আমরা দেখতে চাই। শেখ হাসিনা গুম-খুনের রাজনীতি করে দীর্ঘ শাসন প্রতিষ্ঠা করেছিল। কিন্তু মানুষ যেদিন জেগে উঠেছে সেদিন ১৫ মিনিটও সময় পায়নি পালানোর জন্য।’

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে শহরের কিং কমিউনিটি সেন্টারে গণতান্ত্রিক সংস্কার জোট আয়োজিত ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শোক ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফ্যাসিবাদ আর ফিরতে দেওয়া হবে না উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘যেকোনো মোড়কে ফ্যাসিবাদকে আর আসতে দেওয়া হবে না। ভোটে জিতলেই সব করতে পারবেন এমন না। যারা নির্বাচিত হবেন তারা বিরোধী দলের পরামর্শে কমিটি করে কাজ করতে হবে। আমরা বিভিন্ন সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু কারও কারও সংবিধানের জন্য অনেক মায়া। অথচ সংবিধানের দোহাই দিয়ে যখন মানুষ হত্যা, আলেম-ওলেমাদের হত্যা-নির্যাতন করা হয়েছিল, তখন জাতীয়বাদী দলের নেত্রী খালেদা জিয়া বলেছিলেন এ সংবিধান ছুড়ে ফেলা হবে। তিনি বলেছিলেন গোপালগঞ্জের নামও বদলে দেওয়া হবে। তাহলে এখন কেন আপনারা সংবিধানের দোহাই দিচ্ছেন? কারণ আপনারা মনে করছেন ক্ষমতার খুব কাছে চলে এসেছেন।’

তিনি বলেন, ‘অনেকে বলে নির্বাচনে জিতলে এটা-সেটা করবে। কিন্তু আমরা বলি এসবের দরকার নেই। সরকারে গেলে শুধু চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, ইভটিজিং, মব-সন্ত্রাস বন্ধ করলেই চলবে। প্রশাসন, পুলিশ যদি সরকারি দলের হস্তক্ষেপ ছাড়া কাজ করতে পারে তাহলে অবশ্যই দেশে শান্তি ফিরবে।’

মঞ্জু বলেন, ‘গণতান্ত্রিক জোট একটি কল্যাণকর রাষ্ট্রের জন্য কাজ করছে। আমাদের অনেকে বলে নতুন রাজনীতির খাওয়া নেই, রক্ত দেওয়া আর রাজনীতি এক না, আবার বলে ভোট করতে গেলে অনেক টাকা-মাস্তান লাগবে। যারা এ পুরোনো রাজনীতিকে এগিয়ে নিতে চান তাদের বলব প্রয়োজনে নতুন বৃহত্তর রাজনৈতিক সমীকরণ তৈরি হবে। এই বাইনারিতে বাংলাদেশে নির্বাচন হবে। আগামীর নির্বাচন এ দেশকে পরিবর্তনের নির্বাচন। এ নির্বাচন আবু সাঈদ, শহীদ ওসমান হাদিদের মৃত্যুর বদলার নির্বাচন।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এবি পার্টির সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, এনসিপির জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত। এবি পার্টি ফেনী জেলা কমিটির আহবায়ক মাস্টার আহছান উল্ল্যাহর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন এনসিপির জেলা কমিটির সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক ও এবি পার্টির সদস্যসচিব অধ্যাপক ফজলুল হক।

‎খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে শোক বই
  • ১৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাবির তরুণ শিক্ষার্থীদের ৮ পরামর্শ দিলেন মিজানুর রহমান আজহা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
শাকসুর দাবিতে বিকালে স্মারকলিপি, সন্ধ্যায় ছাত্রদলসহ দুই ভিপ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রযুক্তি-নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সচেতনতা জরু…
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিসিবি পরিচালকের পদত্যাগ—নাকি বন্ধ থাকবে বিপিএল?
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9