পাবনায় শহীদ জাহিদুল স্মৃতি পাঠাগার উদ্বোধন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ PM
পাবনায় জুলাই আন্দোলনের শহীদ জাহিদুল ইসলামের স্মরণে ‘শহীদ জাহিদুল স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সদর থানার ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুরে এটি উদ্বোধন করা হয়।
শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জাতীয় নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন, শহীদ মাহবুব নিলায়ের পিতা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, শহীদ জাহিদুল ইসলাম চিঠি পাঠাগারের মাধ্যমে অত্র এলাকায় জ্ঞানের আলো বিকশিত হোক। এলাকার তরুণ, যুবক ও বয়স্কদের জ্ঞান অন্বেষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক এ পাঠাগার।
জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, শহীদ জাহিদুল ইসলাম এর স্মৃতি বিজড়িত জায়গায় প্রতিষ্ঠিত এ পাঠাগারটি এলাকার আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। তিনি পাঠাগারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, শহীদ জাহিদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কর্মী, তার আত্মত্যাগের মাধ্যমে এলাকা আজ গৌরবান্বিত বোধ করছে। তিনি পাঠাগারের অগ্রগতি উন্নতি সহ এলাকার জনসাধারণের পাঠ্যাভাস গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে, পাঠাগারের ফলক উন্মোচন এর মাধ্যমে পাঠাগার উদ্বোধন ঘোষণা করা হয়। পরে পাঠাগারের উন্নতি অগ্রগতি লক্ষ্যে ও জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা পরিচালনা করেন প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মুসাব্বির হোসেন সঞ্জু, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি এস এম সোহেল।
এসময় আরও উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল আইনুল, আশরাফুল আলম হেলাল প্রমুখ।