বাউফলে কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ, দলীয় প্রার্থীকে বর্জনের ঘোষণা স্থানীয় নেতাকর্মীদের
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ PM
পটুয়াখালী-২ আসনের বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় এ আসনের বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে বর্জন করেছেন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার (১১ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের পাবলিক মাঠ থেকে কাফনের কাপড় গায়ে জড়িয়ে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতারা। বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত দিনে দলের কোনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না, দুর্দিনে তাকে পাশে পায়নি কর্মীরা। এ ছাড়া ২০০৮ সালে ধানের শীষের প্রার্থী এ কে এম ফারুক তালুকদারের বিপক্ষে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন করেন। এ কারণে তৎকালীন সময় বিএনপি হেরে যায় বলে অভিযোগ করেন বক্তারা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ ওরফে হাজী পলাশ, যুবদলের সাবেক সদস্যসচিব বশির পঞ্চায়েত প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে প্রাথমিকভাবে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পর থেকে মনোনয়ন প্রত্যাখ্যান করে নানা কর্মসূচি পালন করছেন স্থানীয় বিএনপি নেতারা।