নিজের কিডনি উৎসর্গ করেও সন্তানকে বাঁচাতে পারলেন না মা

০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ PM
নায়েব মন্ডল

নায়েব মন্ডল © সংগৃহীত

দরিদ্র পরিবারের মেধাবী সন্তান নায়েব মন্ডল। লেখাপড়া শেষ করে রাজবাড়ীর বালিয়াকান্দির পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চাকরিজীবন শুরু করেন। সংসার জীবনে পা রাখতে বিয়ের জন্য পাত্রীও দেখেছিলেন। এরই মধ্যে হঠাৎ অসুস্থতা অনুভব করেন নায়েব মন্ডল। ডাক্তার দেখালে জানতে পারেন তার দুটি কিডনিই ড্যামেজ হয়ে গেছে।

বিষয়টি কিছুদিন পরিবারের কাছে গোপন রাখেন। একপর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারলে শুরু হয় চিকিৎসা। অভাব অনটনের সংসারে চিকিৎসার কোনো কমতি রাখেননি তার দরিদ্র বাবা। চিকিৎসার জন্য নায়েবকে ভারতেও নেওয়া হয়েছিল। অপরদিকে সন্তানকে প্রাণ বাঁচাতে নিজের জীবনকে তুচ্ছ করে এগিয়ে এসেছিলেন নায়েব মন্ডলের মমতাময়ী মা। নিজের একটি কিডনি সন্তানের জন্য বিলিয়ে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেন নায়েবের মা। 

গত ২৬ আগস্ট রাজধানীর শ্যামলীর সিকেডিইউ হাসপাতালে সম্পন্ন হয় কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার। আশায় বুক বাঁধে নায়েব মন্ডলের পরিবার। নিজের কিডনি দিয়ে সন্তনকে বাচানোর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয় আলোড়ন। প্রতিবেশী, স্বজন ও প্রতিবেশীসহ নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছিলেন নায়েব মন্ডলের মা। মায়ের কিডনি প্রতিস্থাপনের পর কিছুদিনের জন্য সুস্থও হয়েছিলেন নায়েব মন্ডল। কিছু দিনের জন্য নায়েবের কাছে মনে হয়েছিল অন্ধকার দিনগুলো এবার বুঝি শেষ। কিন্তু নির্মম ভাগ্য কিছুতেই তাকে আর ফিরে পেতে দিল না। 

সব চেষ্টা, ত্যাগ আর সব অপেক্ষাকে হার মানিয়ে গত ২ ডিসেম্বর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের আবু জাফর মন্ডলের ছেলে নায়েব মন্ডল।

মুহূর্তেই পুরো পৃথিবী যেন ভেঙে পড়ে মায়ের বুকে। যে সন্তানকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করলেন, সেই সন্তানই এবার ছুঁয়ে দিল চিরবিদায়ের নিস্তব্ধতা। নায়েব আলীর মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। যারা কখনো তাকে কাছ থেকে দেখেনি, তারাও চোখের জল আটকে রাখতে পারছেন না। মায়ের আত্মত্যাগ, সন্তানের প্রতি অশেষ ভালোবাসা এবং পরিণতিতে এমন হৃদয়বিদারক বিদায়— এই ঘটনা চিরকাল মানুষের হৃদয়ে রয়ে যাবে এক অনির্বচনীয় বেদনার স্মৃতি হয়ে।

হুমকি-ধমকি মামলায় অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন
  • ১২ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা-পাকিস্তান নয়, বাংলাদেশের জন্য যে দু’টি বিকল্প জায়…
  • ১২ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক নিহত
  • ১২ জানুয়ারি ২০২৬
দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন বিশেষ সুবিধার সরকারি ডিজিটাল …
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলো আরও এক বিশ্ববিদ্যালয়
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে অংশ নিতে পারবেন না জামায়াত প্রার্থী ফজলুল
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9