বঙ্গকন্যার নামে গানের সঙ্গে নৃত্য

বাউফলে ইউএনওর বদলিতে শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ

২৭ নভেম্বর ২০২৫, ১০:৫১ AM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৫১ AM
ইউএনও আমিনুল ইসলাম

ইউএনও আমিনুল ইসলাম © টিডিসি

পটুয়াখালীর বাউফলে প্রাণিসম্পদ সপ্তাহের অনুষ্ঠানে ‘বঙ্গকন্যা’ নাম উল্লেখিত একটি গানের সঙ্গে নৃত্য প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাদের সঙ্গে ইউএনও আমিনুল ইসলামের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় প্রকাশিত এক প্রজ্ঞাপনে ইউএনও আমিনুল ইসলামের বদলির ঘোষণা হলে রাতে ছাত্র অধিকার পরিষদের নেতারা পৌর শহরে মিষ্টি বিতরণ করেন। 

তাদের অভিযোগ, ইউএনও সব সময় ছাত্রদের বিরুদ্ধে ছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে হামলা করেছিলেন। তাই তার বিদায়ের আনন্দে মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের এক পর্যায়ে বঙ্গকন্যা শব্দটি ব্যবহার হওয়া একটি গানের সঙ্গে নৃত্য প্রদর্শন করছিল একজন শিক্ষার্থী। এ সময় স্থানীয় বিএনপি নেতা প্রতিবাদ করেন। পরে অনুষ্ঠানের অতিথি ইউএনও আমিনুল ইসলাম বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা সরকারি প্রোগ্রামে বাধা দিচ্ছেন। এতে বিএনপি নেতারা ক্ষুব্ধ হন এবং ইউএনও আমিনুল ইসলামের সঙ্গে তাদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে।’

বিএনপি নেতারা বলছেন, ‘এ ঘটনা অবশ্যই নিন্দনীয়। ঘটনাটি ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। আয়োজকরা যখন গান নির্ধারণ করেছেন তখন তাদের সতর্ক থাকা উচিত ছিল।’

অন্যদিকে সন্ধ্যায় প্রকাশিত এক প্রজ্ঞাপনে ইউএনও আমিনুল ইসলামের বদলির ঘোষণা হলে রাতে ছাত্র অধিকার পরিষদের নেতারা পৌর শহরে মিষ্টি বিতরণ করেন।

প্রসঙ্গত, ইউএনও আমিনুল ইসলাম বাউফলের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে হামলা, অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া সাংবাদিককে জেলে ভরার হুমকি, বাউফলের সাংবাদিকদের ‘ফ্যাসিস্ট’ ট্যাগ দিয়ে মিছিল বের করা, সরকারি খাস জমির রাজস্ব কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করা, কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ, শিক্ষার্থীদের সড়কে দাঁড় করিয়ে সংবর্ধনা নেওয়াসহ বিভিন্ন কারণে সমালোচিত হয়েছিলেন। তিনি শেখ হাসিনা সরকারের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের ভাগ্নি জামাই হওয়ায় তৎকালীন সময়ে নিয়োগ পাওয়া প্রশাসনের কর্মকর্তাদের ভেতরে তার বিশেষ প্রভাব আছে বলে অভিযোগ রয়েছে।

এসব বিষয় জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সংযোগ পাওয়া সম্ভব হয়নি। 

জামায়াতের সাড়ে ১২ ঘণ্টার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
৩৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, ফিরে পেলেন ৪৫ জন (তালিকা)
  • ১৭ জানুয়ারি ২০২৬
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিন কিশোর আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন চাকরি, পদ ৯, আবেদন শুরু ১৯…
  • ১৭ জানুয়ারি ২০২৬
মনোনয়ন বাতিল হওয়ার পর যা বললেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
যশোর সীমান্তে গত বছর অভিযানে ৩৭৭ কোটি টাকার চোরাচালান জব্দ
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9