কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

২৪ নভেম্বর ২০২৫, ১২:০১ PM
আওয়ামী লীগ নেতা তারিক রিফাতের (বামে) মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তার স্বজনরা

আওয়ামী লীগ নেতা তারিক রিফাতের (বামে) মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তার স্বজনরা © সংগৃহীত

গাইবান্ধা জেলা কারাগারে তারিক রিফাত (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে তাকে কারাগারে আনার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহেরের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ছিলেন।

তারেক রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, রবিবার বিকেল চারটার দিকে পুলিশ তারিক রিফাত নামের ওই আসামিকে জেলা কারাগারে আনে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারের ভেতরে ঢোকানো হয়। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আসিফ বলেন, হাসপাতালে আনার আগেই তারিক রিফাতের মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। তার হৃদযন্ত্রে কয়েকটি রিং পরানো ছিল।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, তারিক রিফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের আগে উপজেলার ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যার চেষ্টা এবং বিস্ফোরক আইনের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। এসব মামলায় গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন। 

তিনি আরও বলেন, ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তির পর সেদিন রাতেই তাকে আবার গ্রেপ্তার করা হয়। পরে অসুস্থতার কারণে তারিক রিফাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত শনিবার বিকেলে তাকে গোবিন্দগঞ্জ থানায় আনা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

শিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও তার মায়ের লাশ উদ্ধার
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডাকসুর ব্যবস্থাপনায় ১০ হাজার ছাত্রীকে স্যানিটারি ন্যাপকিন ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রের কাছে একমাত্র দাবি আমার স্বামী হত্যার বিচার: ওসমান…
  • ১৬ জানুয়ারি ২০২৬
 রাবির ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
পুরো পৃথিবীতেই সরকার গণভোটের পক্ষ নেয়: শফিকুল আলম
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9