ময়মনসিংহে পাউবোর নদী রক্ষা বাঁধ প্রকল্পে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

পাউবোর কার্যালয়ে দুদকের কর্মকর্তারা
পাউবোর কার্যালয়ে দুদকের কর্মকর্তারা  © সংগৃহীত

ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনভর পাউবোর কার্যালয়ে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন ও বুলু মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করেন।

রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, ‘জেলার ঈশ্বরগঞ্জের মরিচাচর এলাকায় ব্রহ্মপুত্র নদের বাঁধ রক্ষা কাজের দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডে সংশ্লিষ্ট নথিপত্র তদন্ত শেষে আমরা বাঁধের এলাকা পরিদর্শন করেছি। পরবর্তী সময়ে পাউবো ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলীর কাছে এসে প্রয়োজনীয় নথিপত্র গ্রহণ করি। আমরা প্রাথমিকভাবে অনিয়ম পেয়েছি। এগুলো যাচাই-বাছাই শেষে কমিশন বরাবর প্রতিবেদন দেওয়া হবে।’

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ‘এই কাজটি আমার নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল এর সময় শুরু হয়। আমি দুই মাস যাবৎ এসেছি। কাজটি আমি নিজেও পরিদর্শন করেছি। আমার কাছে মনে হয়নি কোন অনিয়ম হয়েছে। তবুও দুদক যেহেতু তদন্ত করছে, আমি প্রয়োজনীয় কাগজ দিয়ে সহযোগিতা করছি।’


সর্বশেষ সংবাদ