চিলাহাটিগামী ট্রেনের চাকার স্প্রিং ভেঙে আতঙ্ক, আহত গেটম্যানসহ কয়েকজন
- ঝিনাইদহ প্রতিনিধি
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৭:০৯ PM
ঝিনাইদহের কালীগঞ্জে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনের একটি বগির চাকার স্প্রিং ভেঙে রেললাইনে যন্ত্রাংশ ছিটকে পড়েছে। বুধবার দুপুরে মোবারকগঞ্জ স্টেশন সংলগ্ন বাবরা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছিটকে আসা পাথরের আঘাতে গেটম্যান ও কয়েকজন পথচারী আহত হন, তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
বাবরা রেলগেটের গেটম্যান হেলাল উদ্দিন বলেন, দুপুর ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ট্রেনটি রেলগেট অতিক্রম করার সময় তিনি সংকেত দিচ্ছিলেন। এ সময় ট্রেনটির শেষ বগির একটি চাকার স্প্রিংসহ কিছু যন্ত্রাংশ ভেঙে তার সামনে পড়ে। এতে ছিটকে আসা পাথরের আঘাতে তার শরীরের দুই স্থানে কেটে যায় এবং আশপাশে থাকা কয়েকজন পথচারী আহত হন। পরে তিনি দ্রুত স্টেশন মাস্টারকে বিষয়টি জানান।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, ট্রেনটি দুপুর ১২টা ০৩ মিনিটে স্টেশনে প্রবেশ করে। পরীক্ষা করে দেখা যায়, ৪১৩২ নম্বর লাগেজ ভ্যানের একটি চাকার স্প্রিং ভেঙে পড়েছে। বগিটি চলাচলের অনুপযোগী হওয়ায় সেখানকার মালামাল অন্য বগিতে সরিয়ে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত বগিটি স্টেশনে রেখে ট্রেনটি দুপুর ১টা ১৮ মিনিটে স্টেশন ত্যাগ করে। তবে এতে ট্রেন চলাচলে বড় কোনো সিডিউল বিপর্যয় হয়নি।