চাঁদপুরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, থমথমে পরিস্থিতি
- চাঁদপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০১:০৫ AM
চাঁদপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে চাঁদপুর সদরের পুরানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জয় বর্মন নামে একজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ
জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এক পর্যায়ে উত্তেজিত জনতা পুলিশ ও সেনাবাহিনীর দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে ইসকন (অনিক) নামে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। এ ঘটনায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ তখন থেকেই অভিযুক্তকে শনাক্তে কাজ করছিল। এর মধ্যেই অনিকের বন্ধু জয় বর্মনও একই ধরনের কটূক্তি করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
পরে জয় বর্মন পুরানবাজার এলাকার একটি মন্দিরে আশ্রয় নেন। খবর পেয়ে স্থানীয়রা সেখানে জড়ো হলে পরিস্থিতি আরও অবনতি হতে থাকে।
এ বিষয়ে চাঁদপুর জেলার এসপি মুহম্মদ আব্দুর রকিব বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।