ডাক্তার যান না উপস্বাস্থ্যকেন্দ্রে, ওষুধ চেয়ে নেন রোগী
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১০:০৮ PM
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া উপস্বাস্থ্যকেন্দ্রে এক বছর ধরে কোনো ডাক্তার যান না। ফলে রোগীরা নিজেরাই রোগের নাম না বলে ওষুধের নাম বলেই চিকিৎসা নিচ্ছেন ফার্মাসিস্টের কাছ থেকে। জরাজীর্ণ ভবন, বিদ্যুৎ-পানির অভাব আর চিকিৎসক সংকটে অব্যবস্থাপনায় নাকাল স্থানীয়রা বলছেন—এই স্বাস্থ্যকেন্দ্র যেন নামেই স্বাস্থ্যসেবা কেন্দ্র, বাস্তবে ‘ওষুধ বিতরণের ঘর’ মাত্র।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় চারটি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তার মধ্যে রাঙ্গামাটিয়া উপস্বাস্থ্য কেন্দ্র একটি। পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মার্জিয়া আক্তার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। সপ্তাহে এক দিন দায়িত্ব পালন করার কথা থাকলেও তিনি আসেন না প্রায় এক বছর ধরে। উপস্বাস্থ্যকেন্দ্রটি উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে।
সরেজমিন উপস্বাস্থ্যকেন্দ্রে স্থানীয় লোকজনরা অভিযোগ করে এক আগে নিয়মিত ডাক্তার আসতেন। এক বছরে কোনো ডাক্তার আসেন না। মেডিক্যাল অফিসার ডা. বাদল সূত্রধর হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা। মেডিকেল অফিসার কখন আসেন, কখন যান রোগীরা জানেন না। ফার্মাসিস্ট আ. হান্নানও বলতে পারলেন না ডাক্তার আসেন কি না।
তিন মাস অন্তর ওষুধ সরবরাহ করা হয় হাসপাতালে। চলতি বছরের আগস্ট মাসে দেওয়া হয় ১৭ প্রকারের ওষুধ। অভিযোগ রয়েছে, মাসের শুরুতেই গ্রামের মানুষ হাসপাতালের সব ওষুধ নিয়ে যায়। এরপর আর ওষুধ পাওয়া যায় না।
রোগীরা ফার্মাসিস্টের জানালার সামনে দাঁড়িয়ে কেউ রোগের কথা বলছেন না শুধু ওষুধের নাম বলছেন। ফার্মাসিস্ট আব্দুল হান্নান রোগীদের কথামতো এক-দুই পাতা করে ওষুধ দিয়ে রেজিস্টারে নাম লিখে রাখছেন।
উপস্বাস্থ্য কেন্দ্রের দোতলা ভবনটি জরাজীর্ণ। বিদ্যুৎ ও পানির কোনো ব্যবস্থা নেই। দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। ভেতরে-বাইরে ময়লা-আবর্জনা। মশা-মাছির উপদ্রব। হাসপাতাল ঘেঁষে তিন দিকেই মলমূত্র ত্যাগ করে লোকজন। কোন বাউন্ডারি দেয়াল বা গেট নেই।
উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. বাদল সূত্রধর বলেন, ‘পোস্টিং উপস্বাস্থ্যকেন্দ্রে হলেও সংযুক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। মাসে এক দিন গিয়ে চিকিৎসা দিয়ে থাকি।’
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেনের বলেন, ‘আমি এক বছর আগে উপজেলা হাসপাতালে যোগদানের আগে থেকেই মেডিকেল অফিসার বাদল সূত্রধর সংযুক্তি দায়িত্ব হিসাবে উপজেলা হাসপাতালে দায়িত্ব পালন করছেন। উপস্বাস্থ্যকেন্দ্রে তার পোস্টিং। তাকে সপ্তাহে এক দিন উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বলা হয়েছে।’