৫৮ ঘন্টায়ও সন্ধান মেলেনি নিখোঁজ দুই শিশু
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:০৪ AM
পটুয়াখালীর বাউফলে ইমাম হোসেন নিরব (১২) ও রিফাত হোসেন (১৩) নামের দুই শিশু নিখোঁজ হওয়ার দীর্ঘ প্রায় তিন দিন (৫৮ঘন্টা) পেড়িয়ে গেলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশের একাধিক ইউনিট শিশুদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে।
শিশু ইমাম হোসেন নিরব নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব মামুনের ছেলে এবং রিফাত হোসেন একই গ্রামের কবির জোমাদ্দারের ছেলে। উভয় শিশু গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্বজনরা।
গত রবিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তারা দু’জনেই খেলাধুলার জন্য বাসার বাইরে যায়। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তারা আর বাড়ি ফেরেনি। চন্দ্রদ্বীপের সঙ্গে সরাসরি সড়ক পথে কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় বিষয়টা রহস্যের জন্ম দিয়েছে দাবি স্থানীয়দের। শিশুদের স্বজনরা তাদের পরিচিত সকল জায়গায় খোঁজাখুজি করেছে কিন্তু নিখোঁজ শিশুদের কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, 'পুলিশের অনুসন্ধানে প্রাথমিক ভাবে জানা গেছে নিখোঁজ শিশুরা চন্দ্রদ্বীপ থেকে খেয়ায় কালাইয়া ঘাটে এসেছিলো। পরে তারা পৌর শহরে আসে এবং পাবলিক মাঠের পাশে চটপটি খেয়েছে। এরপরে তারা কোথায় গেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আশা করি শিগ্রই তাদের সন্ধান পাওয়া যাবে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।'
শিশুদের দেখা গেলে নিম্নে বর্নিত মুঠোফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছে পুলিশ। মুঠোফোন নম্বর— ০১৭৩৪-২৬৭০১১, ০১৩১৫-৫০৭১৬৭ ও ০১৭৩৭-২১৯০৬৯।