তিতাস নদীতে বাবা-ছেলে নিখোঁজ: ছেলেকে উদ্ধার, বাবার সন্ধানে ডুবুরি দল

১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫১ PM
নিখোঁজ সিদ্দিক খাঁকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস

নিখোঁজ সিদ্দিক খাঁকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর এলাকায় তিতাস নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের তৎপরতায় ছেলে একরাম খাঁকে (২২) জীবিত উদ্ধার করা গেলেও তার বাবা সিদ্দিক খাঁ (৫০) এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিদ্দিক খাঁ ও তার ছেলে একরাম খাঁ নিজেদের জমিতে কাজ করার জন্য তিতাস নদীতে নামেন। হঠাৎ প্রবল স্রোতে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যান। স্থানীয়রা চিৎকার শুনে উদ্ধার অভিযান চালিয়ে একরামকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন, তবে সিদ্দিক খাঁ নিখোঁজ থাকেন।

খবর পেয়ে বিদ্যাকুট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম নবীনগর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। ফায়ার সার্ভিসের একটি দল সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালায়। পরে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেয়।

এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও ভৈরবের ডুবুরি দল একসঙ্গে কাজ করছে। আশা করছি দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে।

স্থানীয়রা জানান, বিদ্যাকুট (আক্কালিয়া পুকুর),সেলিমনগর সড়কে ১০০ ফুটের একটি ব্রিজ না থাকায় কৃষকরা প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হন। তারা অভিযোগ করেন, একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও এখনো সেতুটি নির্মিত হয়নি।

ফায়ার সার্ভিস ও ভৈরবের ডুবুরি দল বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

উদ্ভাবন ও প্রভাবের যাত্রায় আবারও বিইউপি প্রাঙ্গণে হাল্ট প্র…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নুরের আসনে বিদ্রোহী প্রার্থী, আরও কঠোর সিদ্ধান্ত নিল বিএনপি
  • ১৭ জানুয়ারি ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মায়ের বিরুদ্ধে দাদির মামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9