তিস্তা নদীর পানি বৃদ্ধি, নদীপাড়ে বন্যার আতঙ্কে
- লালমনিরহাট প্রতিনিধি
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ PM
উজানের ঢল আর টানা বৃষ্টিতে হঠাৎই ফুলে উঠেছে তিস্তা নদী। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে, নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে পানি। এতে নদীপাড়ের মানুষজনের মধ্যে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা ও ফসলহানির ভয়।
রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার তথ্য অনুয়ায়ী তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্ট তিস্তা পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। ইতিমধ্যে জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, এবং আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এসব এলাকার বাসিন্দারা জানিয়েছেন, নদী পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের বাসিন্দা কৃষক নজরুল ইসলাম বলেন, নদী পাড়ের ক্ষেতে পানি ঢুকছে। আমনের ফসলের অনেকাংশ গুলোই পুষ্ট হচ্ছে। এই সময় ফসল ঢুবে গেলে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে।
আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন গোবর্ধন এলাকার বাসিন্দা রতন কুমার বলেন, ‘পানি বাড়তে থাকলে আমাদের বাড়িঘরও ঝুঁকিতে পড়তে পারে।’
একই রকম আতঙ্কে থাকার কথা জানিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ পাকার মাথার কৃষক আব্দুর রশীদ। তিনি বলেন, দুপুরের পর থেকে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রাতে পানি আরও বাড়লে আমনের ক্ষতি হবে। এ ছাড়া বন্যা আতঙ্ক তো রয়েছেই।
পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, ‘উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আমরা সতর্ক অবস্থানে আছি এবং পানি পরিস্থিতি মনিটরিং করছি। যদি বৃষ্টি অব্যাহত থাকে, নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।’