আজ বিশ্ব শিক্ষক দিবস: মাইলস্টোনের সেই দুই সাহসী শিক্ষিকার বীরত্ব স্মরণ

০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫১ AM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৩৯ AM
শিক্ষক দিবসে মাইলস্টোনের সেই দুই সাহসী শিক্ষিকার বীরত্ব স্মরণ

শিক্ষক দিবসে মাইলস্টোনের সেই দুই সাহসী শিক্ষিকার বীরত্ব স্মরণ © টিডিসি ফটো

শিক্ষকদের অবদান, ত্যাগ ও মানবিক দায়িত্বকে স্মরণ করে প্রতিবছর ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। আজ বাংলাদেশের অনেক মানুষের স্মরণ হচ্ছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই সাহসী শিক্ষিকা — মাহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে। এবছরের (২০২৫ সালের) ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনায় তাদের সাহসিকতার কারণে কমপক্ষে ২০ জন শিক্ষার্থী জীবিত রক্ষা পেয়েছেন, যদিও তারা নিজ জীবন উৎসর্গ করেছেন।

২০২৫ সালের ২১ জুলাই, দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে।

মাহরিন চৌধুরী ক্লাসরুমে ঢুকে শিক্ষার্থীদের শান্ত করেন এবং একে একে ২০ জন শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন। নিজের দগ্ধ হওয়ার পরও শিক্ষার্থীদের নিরাপদে সরানো শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। তার ভাই জানিয়েছেন, মাহরিন বলেছিলেন, “তারা-ও তো আমার সন্তান, তারা পুড়ছে, আমি কীভাবে তাদের ছেড়ে আসি?”

মাসুকা বেগমও আগুনের মধ্যে ঢুকে শিক্ষার্থীদের উদ্ধার করার চেষ্টা করেন। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে মারা যান। তার সাহসিকতার কারণে অনেক শিক্ষার্থী নিরাপদে বের হতে পেরেছেন।

মাহরিন চৌধুরী ও মাসুকা বেগম প্রমাণ করেছেন যে শিক্ষকতা শুধু পাঠদান নয়, এটি মানবিক দায়বদ্ধতা এবং ত্যাগের প্রতীক। বিপদের মুহূর্তে শিক্ষার্থীদের জীবন রক্ষা করা মানে প্রকৃত শিক্ষকতার মহিমা।

তাদের সাহসিকতা শিক্ষার্থীদের জন্য এক জীবন্ত প্রেরণা। আজকের বিশ্ব শিক্ষক দিবসে তাদের স্মরণ আমাদের শেখায়, শিক্ষকরা শুধু শিক্ষার আলো নন, তারা শিক্ষার্থীদের জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত।

আরও পড়ুন : বেরিয়ে যেতে চায় বাকৃবি, ভেঙে যেতে পারে কৃষি গুচ্ছ

উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয়। এটি প্রবর্তন করা হয় ১৯৯৪ সালে ইউনেস্কো এবং আন্তর্জাতিক শিক্ষক সংস্থা দ্বারা। ১৯৯৫ সাল থেকে এটি পালিত হয়ে আসছে। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। দিবসটি শিক্ষকদের অবদান, শিক্ষা ক্ষেত্রে তাদের ত্যাগ এবং শিক্ষার্থীদের প্রতি তাদের দায়বদ্ধতা স্মরণ করার জন্য পালন করা হয়। দিবসটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর এবং শিক্ষার গুরুত্ব নিয়ে জনসচেতনতা তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ।

বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের মানবিক, সামাজিক এবং শিক্ষাগত ভূমিকার প্রতি মনোযোগ আকর্ষণ করে, এবং তাদের অবদানের জন্য সমাজকে সচেতন করে তোলে। 

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9