সাপের কামড়ে প্রাণ গেলো ওঝার
- শেরপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ AM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ AM
শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর গ্রামে সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি স্বাস্থ্যসেবা ও অ্যান্টিভেনমের প্রাপ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকাল ৩টার দিকে জামাল মিয়া প্রতিবেশী ৪ নম্বর চরের একটি বিষাক্ত সাপ ধরে আনেন। অসতর্ক অবস্থায় সাপটি তার একটি আঙুলে কামড় দেয়। শুরুতে তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবে কাজকর্ম চালিয়ে যেতে থাকেন। কিন্তু কিছু সময় পর তার শরীর খারাপ হতে শুরু করে এবং শ্বাসকষ্ট দেখা দেয়।
আরও পড়ুন: শিক্ষার্থীদের স্বার্থে জাকসুর ফল মেনে নেয়ার আহবান ছাত্রদলের এজিএস প্রার্থী ইকরার
পরিস্থিতির অবনতি হলে স্বজনরা তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তবে স্বজনদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকায় বাইরে থেকে ইনজেকশন কিনে আনতে হয়। অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পথেই, নকলা এলাকায় পৌঁছানোর আগেই জামাল মিয়া মারা যান।
এ ঘটনায় অ্যান্টিভেনমের প্রাপ্যতা ও চিকিৎসা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া বলেন, ‘হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত আছে। জামাল মিয়ার মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের অভিযোগ, সাপের কামড়ের মতো মারাত্মক ঘটনায় এখনো সচেতনতার অভাব এবং চিকিৎসা সেবার সীমাবদ্ধতা রয়ে গেছে। তাদের দাবি, সরকারি হাসপাতালগুলোতে দ্রুত ও কার্যকর সাপের কামড়ের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।