পরকীয়া করে বিয়ে, সইতে না পেরে সাবেক স্ত্রী-স্বামীকে কুপিয়ে থানায় যুবক

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা  © সংগৃহীত

দুই সন্তান রেখে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে অন্যত্র বিয়ে করায় ক্ষোভে সাবেক স্ত্রী ও তার স্বামীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন এক যুবক। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামে। 

আত্মসমর্পণ করা যুবকের নাম মো. মাহবুব হোসেন। আহত তার সাবেক স্ত্রীর নাম মোছা. সুমী খাতুন (৩৫) ও তার বর্তমান স্বামী মো. এনায়েত হোসেন (দুলু) ৫০। আহত দুলু হরিনারায়ণপুরের একজন ডিশ ব্যবসায়ী। তারা উভয়ই একই গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীর তথ্যমতে, মাহবুব হোসেন দীর্ঘদিন তার সাবেক স্ত্রী মোছা. সুমী খাতুনকে নিয়ে এনায়েত হোসেন দুলুর বাড়িতে ভাড়া থাকতেন। এ অবস্থায় বাড়ির মালিক দুলুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সুমী খাতুন। দুলুর স্ত্রী বেশ কিছু দিন আগে মারা যাওয়ার পর মোছা. সুমী খাতুন মাহবুকে তালাক দিয়ে দুলুকে বিয়ে করেন। এ ক্ষোভ সইতে না পেরে মাহবুব হোসেন মঙ্গলবার সকাল ছয়টার সময় দেশীয় অস্ত্র নিয়ে তার সাবেক স্ত্রী ও তার বর্তমান স্বামীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করেন। পরে থানায় আত্মসমর্পণ করেন।

আরও পড়ুন: হাবিপ্রবিতে প্রশাসনিক অস্থিরতা: ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে মুখোমুখি কর্মকর্তা-কর্মচারীরা

তবে ঘটনার বিষয়ে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তারা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাদীপক্ষ হাসপাতালে চিকিৎসাধীন। তারা সম্ভবত এজাহার দায়ের করবেন। এজাহার হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ