তারেক রহমানকে কটূক্তি প্রতিবাদে রংপুরে শ্রমিক দলের বিক্ষোভ
- রংপুর প্রতিনিধি
- প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৯:১৯ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, দেশে আইনশৃঙ্খলার অবনতি এবং বিএনপির বিরুদ্ধে অব্যাহত অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা শ্রমিক দল।
সোমবার (২১ জুলাই) দুপুরে নগরীর শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি গ্র্যান্ড হোটেল মোড়, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে আবার গ্র্যান্ড হোটেল মোড়ে এসে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, জেলা শ্রমিক দলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, সদস্যসচিব শামিম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম সাদেকসহ দলের অন্য নেতারা।
পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘শহীদ জিয়ার ছবি অবমাননা এবং তারেক রহমানকে কটাক্ষ করার ঘটনায় দেশের জনগণ আজ ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। এ জাতীয় কর্মকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’
তিনি আরও বলেন, দেশের মানুষের ঐক্য ও চেতনার ফলেই ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান হয়েছিল। সেই ঐক্যকে নস্যাৎ করতে একটি মহল আজ নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিদেশি শক্তির সঙ্গে আতাত করে গণতন্ত্র ধ্বংসের নীলনকশা বাস্তবায়নে তৎপর। তবে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ও জনগণ এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।
অন্য বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, দেশবিরোধী পরিকল্পনা এবং নেতৃত্বকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গণতন্ত্র পুনরুদ্ধার ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে সারা দেশে আন্দোলন চলবে। এরই অংশ হিসেবে রংপুর জেলা শ্রমিক দল আজকের এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বক্তারা অবিলম্বে শহীদ জিয়ার ছবি অবমাননাকারী ও তারেক রহমানকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।