মাদারীপুরে মাদ্রাসাছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

২০ জুলাই ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৮:৩০ AM
রাজৈর উপজেলার ছাগলছিড়া-বৈরাগীর বাজার সড়কের কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন

রাজৈর উপজেলার ছাগলছিড়া-বৈরাগীর বাজার সড়কের কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন © টিডিসি

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়াকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। এ সময় তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় মানবিক সেবা ফাউন্ডেশন ও স্থানীয়দের আয়োজনে রাজৈর উপজেলার ছাগলছিড়া-বৈরাগীর বাজার সড়কের কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে লামিয়া হত্যার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠ বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, ৫ নম্বর পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ সেন্টু মিয়া, মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আল মাসুমসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘এটি নিছক একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের সমাজব্যবস্থা, নৈতিকতা ও নারীর নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। আমাদের কন্যাশিশুরা আজ নিরাপদ নয়, লামিয়ার মতো নিষ্পাপ শিক্ষার্থী এভাবে খুন হওয়া মেনে নেওয়া যায় না।’

তারা আরও বলেন, প্রশাসন যদি চিহ্নিত খুনিদের দ্রুত আইনের আওতায় না আনে, তাহলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে না।

উল্লেখ্য, মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া কাশিমপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া বুধবার (১৬ জুলাই) বিকালে একটি ফোন পেয়ে কারও কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে পাট কাটা শ্রমিকরা বাড়ির পার্শ্ববর্তী আবদুল হক মাতুব্বরের পুকুরপাড়ে ভাসমান অবস্থায় লাশ দেখে পরিবারের লোকজনকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত লামিয়ার মা রেবেকা ও দাদা সানু মোল্লা জানান, লামিয়ার গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ পুকুরপাড়ে ভাসমান অবস্থায় দেখে তার খবর দেন পাট কাটার শ্রমিকরা।

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে …
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9