মসজিদে মুয়াজ্জিন নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ৫০
- হবিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪২ PM

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর জামে মসজিদে মুয়াজ্জিন নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন, হাফেজ নজরুল ইসলাম (৫৫), রায়হান কবীর (৩৬), রহিম উদ্দিন (৩৮) ও হাম্মদ মিয়া (২৮)। তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আহত হয়েছেন—শামীম আহমদ মনা (৪৫), শামসু মিয়া (৬২), সুলেয়মান মিয়া (৫২), জুয়েল আহমদ (৪০), আলতা মিয়া (৪৫), রোমান মিয়া (৩৫), জনি (২২), রব্বান মিয়া (৩০)সহ আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের নতুন মুয়াজ্জিন নিয়োগ ও পুরোনো মুয়াজ্জিনের আর্থিক হিসাব-নিকাশ নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও সমাধান হয়নি।
জুমার নামাজের সময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক থেকে শুরু হয় ধাক্কাধাক্কি, পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।