দুই কিলোমিটার সড়ক খুঁড়েই কাজ বন্ধ করল ঠিকাদার, ভোগান্তিতে এলাকাবাসী

বর্ষায় সড়কের বেহাল দশা
বর্ষায় সড়কের বেহাল দশা  © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই কিলোমিটার সড়ক খুঁড়েই কাজ বন্ধ করে রেখেছে ঠিকাদার, এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। আজ শনিবার (২১ জুন) উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ও ফকিরপাড়া এলাকায় এ দৃশ্য দেখা যায়। 

জানা গেছে, উন্নয়নের নামে সড়ক খুঁড়ে দুই বছর ধরে ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। আনোয়ারা উপজেলায় উত্তর সরেঙ্গা হযরত আবদুস ছমদ শাহ সড়কের প্রায় দুই হাজার মিটার সড়ক উন্নয়নকাজ শুরু হয় ২০২৩ সালে। কাজের দায়িত্ব পায় আওয়ামী লীগের ঘনিষ্ঠ ঠিকাদার মোহাম্মদ ইব্রাহীম। প্রকল্পের ব্যয় ধরা হয় ১ কোটি ২৩ লাখ টাকা।

তবে এখন পর্যন্ত মাত্র ৮৫০ মিটার সড়কে কার্পেটিং কাজ শেষ হয়েছে, বাকি রয়েছে প্রায় ১ হাজার ২৩৮ মিটার সড়কের কাজ। কাজ বন্ধ থাকায়  চরম দুর্ভোগ পড়ছেন শিক্ষার্থী, কর্মজীবী ও রোগীরা।

আরও পড়ুন: রিহ্যাব সেন্টারে নির্যাতনে রোগীর মৃত্যুর অভিযোগ

পূর্ব বরৈয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী দিতিয়া আক্তার (১৪) বলেন, ‘প্রতিদিন হেঁটে স্কুলে যেতে হয়। আর বর্ষাকালে রাস্তায় কাদা থাকায় স্কুলে যাওয়া সম্ভব হয় না।

স্থানীয় বাসিন্দা আবদুল মোনাফ বলেন, ‘রাস্তা খুঁড়ে না রাখলে অন্তত হাঁটাচলা করা যেত। এখন রোগী বা বৃদ্ধ কেউই এই রাস্তা দিয়ে সহজে চলাফেরা করতে পারে না। এটা আমাদের জন্য একটি শাস্তি হয়ে দাঁড়িয়েছে।’

উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এই রাস্তা দিয়ে দুই গ্রামের হাজারো মানুষ যাতায়াত করেন। দুই বছর ধরে এলাকাবাসী অবর্ণনীয় কষ্টে আছে। আমরা বারবার বলার পরও ঠিকাদার কাজ শেষ করেননি, বরং ক্ষমতার দাপট দেখাচ্ছে।’

অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘কাজ চলমান রয়েছে। স্থানীয় একজনের দেয়া একটি নোটিশের বিষয়ও আমি সমাধান করেছি। বর্তমানে বর্ষার কারণে কাজ করতে সমস্যা হচ্ছে।’

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘সড়কটি সম্পর্কে আমরা অবগত। বর্ষায় মানুষের কষ্ট বাড়ছে। দ্রুত কাজ শেষ করতে প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।’


সর্বশেষ সংবাদ