অটোমেটিক ডাস্টবিন বানাতে গিয়ে প্রাণ গেল টেকনিক্যাল শিক্ষার্থীর

১৫ জুন ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
মোস্তাকিম মাহি

মোস্তাকিম মাহি © সংগৃহীত

নিজের রুমে শিক্ষামূলক একটি প্রজেক্টে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারাল নবম শ্রেণির ছাত্র মোস্তাকিম মাহি (১৫)। শনিবার রাতে লালমোহন পৌর শহরের কলেজ গেট এলাকায় ঘটে হৃদয়বিদারক এই দুর্ঘটনা।

নিহত মাহি লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী এবং মধ্য বাজার এলাকার চাল ব্যবসায়ী মো. মনির হোসেনের ছেলে। তার মা পশ্চিম বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

জানা গেছে, প্রযুক্তিপ্রিয় মাহি পলিটেকনিক শিক্ষার আগ্রহে নিজ উদ্যোগে বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে কাজ করত। ঘটনার দিন সে একটি অটোমেটিক ডাস্টবিন তৈরির জন্য ইলেকট্রিক মোটর ও ফ্যান ব্যবহার করে প্রজেক্ট বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ঘটনার সময় মাহির বাবা-মা বাজারে ছিলেন। বাসায় ফিরে তারা মাহিকে নিস্তেজ অবস্থায় দেখতে পান এবং দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তৈয়বুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে মাহিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যু হয়েছে ইলেকট্রিক শকের কারণে।

মাহির এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রযুক্তির প্রতি তার আগ্রহ ও উদ্ভাবনী চিন্তা তার সহপাঠী ও পরিবারের মাঝে গর্বের বিষয় ছিল। এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তা নিভিয়ে দিল।

বিষয়টি নিশ্চিত করে মোস্তাকিমের খালু মনির হাওলাদার জানান, প্রজেক্টের কাজ করার সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেয়ালে ছিটকে পড়ে আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পশে মারা যায়।

খালেদা জিয়ার প্রয়াণে ভারতের শোক, এবার দিল্লিতে বাংলাদেশ হাই…
  • ০১ জানুয়ারি ২০২৬
আলোকছটা আর সম্প্রীতির বন্ধনে নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব
  • ০১ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির ‘এ’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ, দেখা যাবে দুইভাবে
  • ০১ জানুয়ারি ২০২৬
সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
  • ০১ জানুয়ারি ২০২৬
বুড়ি তিস্তা খননকে ঘিরে ডিমলায় সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর
  • ০১ জানুয়ারি ২০২৬