বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ৫০

বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ  © সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার (১১জুন) সন্ধ্যার দিকে পৌরসভা দিগদাইর গ্রামের আরিকুলের সাথে চাচা আব্দুল হামিদের বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা গেছে, বুধবার আরিকুলের চাচাতো ভাই রোমন সুতলি দিয়ে বাড়ির সীমানা মাপা শুরু করলে উত্তেজনা চরমে পৌঁছে। পরে আত্মীয়তার সূত্রে উভয় পক্ষের সাথে যোগ দেয় পূর্ব পাড়ার অনেকে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান তারা। এতে উভয় পক্ষের অন্তত ৫০জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। 

এছাড়াও সরেজমিনে দেখা যায়, উভয় পক্ষের বাড়ি ঘরে কিছু হামলা ও ভাংচুর হয়েছে ।

আরিকুলের পক্ষ নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন কাজী আব্দুল হক, আব্দুল্লাহ, মুরসালিন, মোস্তাকিম, জাকির, সজলসহ আরও অনেকে। অন্যদিকে, হামিদের পক্ষ নিয়ে  আহত হয়েছেন শুভ, খোকন, স্বপন, মঞ্জুরুল, বাবুল, সানোয়ারসহ আরও অনেকজন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

হামিদের পুত্র বধু নুরুন্নাহার বলেন, দীর্ঘদিন যাবত এই সমস্যা। আরিকুল ও রোমনরা খুবই উগ্র। তারা আমাদের ঘরে এসে আক্রমণ করেন ও ভাঙচুর করেন।

আরিকুলের (রোমনের মা) চাচি বলেন, আমরা নিরীহ মানুষ। দেখেন, আমাদের ঘর-বাড়ি, আলমারি ভেঙে কী করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই ।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন এ মুহূর্তে তা বলতে পারছি না। তবে  এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি।  অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


সর্বশেষ সংবাদ