বাগেরহাটে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১

গাছের সঙ্গে ধাক্কা খেলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়
গাছের সঙ্গে ধাক্কা খেলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়  © টিডিসি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে যাত্রীবাহী ইমাদ পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় (৩৫) যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও ৮ জন।

সোমবার (৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহনের বাসটি মূলঘর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সড়কের পাশে থাকা গাছে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান এবং চালকসহ ৮ জন আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি থানায় নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!